কক্সবাজারের সমুদ্রে গোসলে নেমে আরও এক পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আরও এক পর্যটক নিখোঁজ হয়েছেন। হিমেল (২২) নামের ওই পর্যটকের সাথে গোসল করতে নামা এমরান (২০) নামে আরেকজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৫এপ্রিল) বিকেল ৫টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন। 

তিনি বলেন, বিকেলের দিকে তারা ৪-৫ বন্ধু লাবনী বিচে গোসল করতে আসেন। তারা সবাই সাগরের হাটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। তারা গোসল করতে গিয়ে এক পর্যায়ে স্রোতের টানে দুই বন্ধু ভেসে যায়। লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকের উদ্ধারের কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে সকালে শাহজাহান নামে আরেক পর্যটকের গোসলে নেমে মৃত্যু হয়েছে। পর্যটকদের অসচেতনতার কারণে এ ঘটনা ঘটছে। 

লাইফগার্ড কর্মীরা জানান, এখন গ্রীষ্মকাল। এসময় সাগর উত্তাল থাকে। এছাড়া সমুদ্র সৈকতের বাঁকে বাঁকে নরম চোরাবালিও থাকে। তাই ভাটার সময় খুব সাবধানে পানিতে নামতে হয়। আমরা মাইকে বারবার সতর্কবার্তা প্রচার করে যাচ্ছি, তারপরও দুর্ঘটনা ঘটছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh