অন্যের অ্যাকাউন্টে যাওয়া ৩০ লাখ টাকা উদ্ধার করলো পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১১:৫৭ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১২:০০ পিএম

প্রেস ব্রিফিং। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

প্রেস ব্রিফিং। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দিপংকর চ্যাটার্জী নামে এক ব্যক্তির ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা ভুলবশত অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করে কুষ্টিয়া পুলিশের একটি চৌকস দল। 

গতকাল বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।

জানা যায়, ঈদের আগে পূবালী ব্যাংক, ঢাকা, উত্তরা মডেল টাউন শাখায় আরটিএইটএসবিসি নামক অ্যাকাউন্টে উল্লেখিত টাকা পাঠনোর সময় ভূলবশত সেই টাকা চলে যায় ইসলামী এজেন্ট ব্যাংক ফিরোজ আহম্মেদ নামে এক ব্যক্তির প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজের নামে।

পরে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খায়রুল আলম জানান, কুষ্টিয়ায় দিপংকর চ্যাটার্জী নামে এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে আরটিএইচএসবিসি নামক ব্যাংক অ্যাকাউন্ট থেকে পূবালী ব্যাংক, ঢাকা, উত্তরা মডেল টাউন শাখায় ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা প্রেরণের সময় ভুল করে বাংলাদেশ ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের একাউন্টে চলে যায়। 

পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের মালিক ফিরোজ আহম্মেদ বিষয়টি বুঝতে পেরে তার অ্যাকাউন্ট থেকে ৭ লাখ ২৩ হাজার টাকা সরিয়ে ফেলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন।

তিনি আরও জানান, পরে পুলিশী তৎপরতায় সেই অর্থ উদ্ধার করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh