জাপানের মহাকাশযান চাঁদে অবতরণের ব্যর্থ চিত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম

জাপানের প্রথম বেসরকারি মহাকাশযান চাঁদে অবতরণে ব্যর্থ হয়েছে। দেশটির বেসরকারি একটি প্রতিষ্ঠানের পাঠানো ওই মনুষ্যবিহীন যানটি ঠিকভাবে চাঁদে অবতরণ করতে পারেনি।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতেই চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল মহাকাশযানটির। কিন্তু যানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে এটি চাঁদের পৃষ্ঠে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh