বন্ধ হয়ে যাচ্ছে ৩২০ বছরের পুরনো সংবাদপত্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৪:২৯ পিএম

দৈনিক উইনার জিটং পত্রিকা। ছবি: সংগৃহীত

দৈনিক উইনার জিটং পত্রিকা। ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক উইনার জিটং-এর প্রকাশনা বন্ধ হয়ে যাচ্ছে। তবে পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু থাকবে। সম্প্রতি অস্ট্রিয়ার পার্লামেন্টে এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে। 

এর আগে, ১৭০৩ সালে উইলারসিচেস দিয়ারিয়াম নামে সংবাদপত্রটি প্রকাশনা শুরু হয়। ১৭৮০ সালে সংবাদপত্রটির নতুন নামকরণ হয় উইনার জিটং। 

এদিকে পাঠকদের দাবির প্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে শুধু অনলাইন সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে দৈনিক উইনার জিটং। এতে স্বয়ং অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নরবার্ট হোফার হস্তক্ষেপ করেছেন। তবে পত্রিকার পরিচালনা বোর্ড অবশ্য কথা দেননি যে অনলাইন সংস্করণে সংবাদপত্রের গাম্ভীর্য্য অটুট থাকবে কি না।

উইনার এর মুদ্রিত সংস্করণ বন্ধ হওয়ার খবরে বিশ্বজুড়ে প্রিন্ট মিডিয়ার দুনিয়ায় হতাশা দেখা দিয়েছে। কোভিড মহামারি উত্তর কালে পাঠকদের মুদ্রিত সংবাদপত্র পড়ার বিষয়ে অনীহাও দেখা দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh