৪ দিনের সন্তান কোলে পরীক্ষার হলে সাদিয়া

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৩, ০১:১১ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ০১:১৫ পিএম

বাচ্চা কোলে সাদিয়া। ছবি: প্রতিনিধি

বাচ্চা কোলে সাদিয়া। ছবি: প্রতিনিধি

মাত্র চার দিন বয়সের বাচ্চা নিয়ে কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে এসেছে সাদিয়া। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৩০ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তবে তার সাথে ছিল শিশু সন্তানের ফুফু।

জানা যায়, সাদিয়া খাতুন শৈলকুপা আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী। সে শৈলবুপা পৌরসভার খালধারপাড়া গ্রামের টুটুল শেখের কন্যা।

শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, সাদিয়া খাতুন নামের আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ৪ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিয়েছে তাদের কেন্দ্রে। মানবিক কারণে পরীক্ষার সমস্ত নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেয়া হয়েছে। এসময় শিশুটিকে কয়েকবার মায়ের দুধ পানের ব্যবস্থা করা হয় বলেও তিনি জানান।

শৈলকুপা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, ঘটনার সত্যতা স্বীকার করেন । তার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh