পিএসজিকে পাশ কাটিয়ে সৌদিতে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০২:১৫ পিএম

 লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

পরিবারসহ সৌদি আরব সফরে গেলেন লিওনেল মেসি। অবশ্য আর্জেন্টাইন মহাতারকার এ সফরের অনুমতি ছিল না পিএসজির। আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চললেও নতুন চুক্তি এখন পর্যন্ত অনিশ্চিত। 

এদিকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর প্যারিসে থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি আরবের নামও রয়েছে। এর মধ্যেই দেশটি সফরে গেলেন মেসি। 

মেসির সৌদি সফরের খবর শুনে অনেকেই ভাবছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডোর পথ ধরছেন মেসি। না, আসলে বিষয়টা তেমন না। তিনি কোনো সৌদি ক্লাবে যোগ দিতে যাননি দেশটিতে।

সৌদি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে পা রেখেছেন তারকা ফুটবলার মেসি। 

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি লিখেছেন, ‘সৌদি আরবের পর্যটনদূত মেসি ও তার পরিবারকে এদেশে আমি অত্যন্ত খুশির সঙ্গে স্বাগত জানাচ্ছি।’ দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে মেসি ও তার পরিবার। এর আগে ২০২২ সালে পরিবারকে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

মেসির ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে যখন নানা রকমের কানাঘুষা চলছে, তখন সৌদি সফরে গেলেন তিনি। অনেকেই বলছেন, পিএসজিতে আর মন টিকছে না আর্জেন্টাইন তারকার। পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আসছে জুনে।

ইতোমধ্যে খবর ছড়িয়েছে যে, বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। এ ছাড়া সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও মেসিকে দলে টানার চেষ্টা করছে। এই যখন অবস্থা তখন মেসির সৌদি সফর নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh