কুমিল্লায় শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৩:০৯ পিএম

জেলা ও দায়রা জজ আদালত। ছবি: কুমিল্লা প্রতিনিধি

জেলা ও দায়রা জজ আদালত। ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কলেজ শিক্ষক জাহিদুল আজম সুজন হত্যা মামলায় আট আসামির মধ্যে ছয় জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামির অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২ মে) সকাল ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. জামাল, মো. ইলিয়াছ, জাকির হোসেন, মো. নয়ন, কামাল ও মিঠুন। এদের মধ্যে নয়ন, কামাল ও মিঠুন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জাকির হোসেন জানান, ২০১০ সালের ৮ অক্টোবর জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় শিক্ষক সুজনকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, ২০১০ সালের ৮ আগস্ট বিকেল ৪টার দিকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক সাইফুল আজম সুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কলেজ শিক্ষক সুজনের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার সকাল ১১টার দিকে এ মামলার রায় ঘোষণা দেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh