গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৩, ০৩:১৬ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
সরকার নিজস্ব অর্থায়নে বেসরকারি শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থার কথা চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
গতকাল সোমবার (১ মে) বিকেলে জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর পৌর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার সভাপতি রুবেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।