কুষ্টিয়ায় বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৩:২৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে জাকির মোল্লা নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

আজ মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার কল্যাণপুরে এ ঘটনা ঘটে। নিহত জাকির মোল্লা একই এলাকার আরব মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জাকির একসময় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে লিপ্ত ছিল। তার নামে এ-সংক্রান্ত বেশ কিছু মামলা আছে। দীর্ঘদিন ধরে জাকির সঙ্গে একটি জমি নিয়ে একই এলাকার আবু মণ্ডলের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিবাদমান ওই জমিতে মরিচ লাগান জাকির। পরে মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় ওই মরিচের খেতে কাজ করছিলেন তিনি। এ সময় আবু মণ্ডলের নেতৃত্বে কয়েকজন এসে তাকে জমি থেকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবু মণ্ডলের লোকজন জাকিরকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই জাকির নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh