ফের ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৫:৫১ পিএম

 ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন হিরো আলম। ছবি: সংগৃহীত

ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন হিরো আলম। ছবি: সংগৃহীত

ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে তার ৯টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ জানাতে গেছেন তিনি।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে যান। সেখানে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ক’দিন আগে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। সব মিলিয়ে আমার ৯টি একাউন্ট হ্যাক হয়েছে। আর সেটি কে করেছে তাও আমার জানা। আলী আসগর নামে একজন প্রবাসী এই কাজটি করেছে। তার সঙ্গে আমাদের দেশের অনেকেই জড়িত আছে। 

হিরো আলম আরও বলেন, বিষয়টি আমি হারুন স্যারকে (ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান) জানিয়েছি। তিনি বলেছেন আসার জন্য। তার সঙ্গে দেখা করতেই আজ ডিবিতে এসেছি।

এর আগে, গত ১ এপ্রিল ডিবি কার্যালয়ে গিয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম। সেসময় তিনি জানান, ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ও নানা বিষয় নিয়ে  কথা বলেন হিরো আলম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh