রাজধানীর ঝুঁকিপূর্ণ ৪২ ভবন ভেঙে ফেলা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৬:৫৩ পিএম | আপডেট: ০২ মে ২০২৩, ০৭:০৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চিহ্নিত ৪২টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি ১৯৭টি ভবন মেরামত করা হবে।

আজ মঙ্গলবার (২ মে) দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত ডিএসসিসির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি সংগঠিত বেশ কয়েকটি অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের এলাকায় ৪২টি ভবন চিহ্নিত করেছে যেগুলো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এগুলো ভেঙে ফেলতে হবে। আরও ১৯৭টি ভবন চিহ্নিত করা হয়েছে যেগুলো মেরামত করতে হবে। এই তালিকা আগামী সাত দিনের মধ্যে তারা আমাদের দিয়ে দেবে। আমরা পরবর্তীতে সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি বলেন, এই ৪২টি ভবন সেটা সরকারি-বেসরকারি যেটাই হোক সেটা কত দিনের মধ্যে ভেঙে নতুন করে নির্মাণের ব্যবস্থা করা যায় এবং ১৯৭টি ভবনের মধ্যে কতগুলোতে কার্যকর সংস্কার করে ত্রুটিমুক্ত করা যায় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো। এর জন্য ৯০ দিন পর আরেকটি সভার তারিখ নির্ধারণ করছি।

সিটি করপোরেশনের আসন্ন বাজেটে দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ রাখার কথা জানিয়ে মেয়র বলেন, সিটি করপোরেশনের আসন্ন বাজেটে দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ রাখবো। এসব প্রশিক্ষণ মহড়ায় যে ব্যয় হবে তা দক্ষিণ সিটি করপোরেশন বহন করবে। দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশেও যেন মানবিকভাবে দাঁড়াতে পারি সেজন্য বাজেট রাখা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh