শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৬:৫৭ পিএম

গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা। ছবি: প্রতিনিধি

গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা। ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষিকা ব্যাংক কর্মকর্তা বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করলে গতকাল সোমবার (১ মে) দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার এরশাদ আলী পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুরা গ্রামের মনতাজ আলীর ছেলে। তিনি অগ্রণী ব্যাংক জয়পুরহাটের পাঁচবিবি শাখায় কর্মকর্তা  হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে এরশাদ আলীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। আগের  স্ত্রী থাকা সত্বেও ব্যাংক কর্মকর্তা এরশাদ আলী ওই শিক্ষিকার কাছে নিজে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন। এরপর থেকে এরশাদ আলীর সঙ্গে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে তারা দু’জন বিভিন্ন স্থানে একান্ত সময় কাটাতেন। প্রায় আট মাস আগে থেকে এরশাদ আলী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে আসছিল। এরশাদ আলী গত ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আবারও তাকে ধর্ষণ করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা এরশাদ আলীকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২ মে) দুপুরে আদালতের ম্যধমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিক্ষিকার ডাক্তারি পরীক্ষা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh