সনদ যাচাই বাধ্যতামূলক করলো এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ১১:৪১ পিএম

 এনটিআরসিএ। ছবি: ফাইল

এনটিআরসিএ। ছবি: ফাইল

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই বাধ্যতামূলক করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার (২ মে) পরিচালক মো. আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান সেবাসমূহ সহজীকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই অনলাইনে গ্রহণ করা হয়।

নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এবং প্রত্যয়নপত্র যথাযথভাবে যাচাইয়ে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ড কপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে পাঠানোর অনুরোধ করা হলো।

এর আগে, জাল সনদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে এনটিআরসিএ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh