ঝিনাইদহ পুলিশ পেল দুই পিকআপ ভ্যান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ০৮:০১ পিএম

পিকআপ ভ্যান হস্তান্তর করছেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

পিকআপ ভ্যান হস্তান্তর করছেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পুলিশের কাছে দুইটি পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (৩ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এ ভ্যান দুইটির চাবি হস্তান্তর করে জাহেদী ফাউন্ডেশন।

এসময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান, ঝিনাইদহের পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার হিজল, সদর থানার ওসি সোহেল রানা, জাহেদী ফাউন্ডেশনের জেলা কো-অর্ডিনেটর তবিবুর রহমান লাবু প্রমুখ।

এসময় ঝিনাইদহের পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার হিজল বলেন, উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলার উন্নয়নও দরকার। শৃঙ্খলা ও আইনের শাসন যদি স্বাভাবিক থাকে তবে অন্যান্য উন্নয়নও ত্বরান্বিত হয়। তিনি আরো বলেন, জাহেদী ফাউন্ডেশনের প্রধান নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সার্বিক সহযোগিতা এ পিকআপ ভ্যান দুইটি হস্তান্তর করা হয়েছে।


ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, এ দুটি পিকআপ ভ্যান পুলিশের সেবাকে আরো ত্বরান্বিত করবে। পুলিশ মানুষের প্রয়োজনে বেশি সেবা বাড়াতে পারবে বলে তিনি মনে করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh