আইসিসির বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৮:১১ পিএম

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সর্বশেষ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারই পুরস্কার পেয়েছেন আজ বুধবার (৩ মে)। আইসিসি কর্তৃক সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে তার।

আজ সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। দশম স্থান থেকে একধাপ এগিয়ে সাকিব এখন অবস্থান করছেন নবম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৩৬।

বোলিং র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাক তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। দুই ধাপ পিছিয়ে শাহীন রয়েছেন দশম স্থানে। যথারীতি শীর্ষে রয়েছেন অজি পেসার জস হ্যাজলউড। এদিকে, অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে সাকিব আল হাসান।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাক ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ওয়ানডেতে সেঞ্চুরি করে পাকিস্তানের জয়ের নায়ক ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh