বৃষ্টিতে পণ্ড লখনৌ-চেন্নাইয়ের ম্যাচ, পয়েন্ট হারাল ধোনিরা

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইপিএলে লখনৌ সুপার জায়ান্ট ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলো। ফলে পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত হলো চেন্নাই সুপার কিংস। বৃষ্টির আগ পর্যন্ত যারা ম্যাচে বেশ ভালো অবস্থানে ছিল। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় টেবিলে চেন্নাইয়ের উপরেই থাকল লখনৌ।

আজ বুধবার (৩ মে) দিনের প্রথম ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টির হানা। তাই নির্ধারিত সময়ের কিছু পর শুরু হয় খেলা। টস জিতে ফিল্ডিং নিয়ে স্বাগতিক লখনৌকে বেশ চাপেই রেখেছিল চেন্নাই।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯.২ ওভারে ৭ উইকেটে ১২৫ রান তুলে লখনৌ। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তাই পণ্ড হয় ম্যাচ।

লখনৌ ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে ছিল। সেখান থেকে নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনির জুটি দলকে টেনে তোলার চেষ্টা করেন। ৫৯ রান যোগ করেন দুজন। তাতেই লখনৌ একশ পেরিয়ে যায়।

পুরান অবশ্য ২০ রানে আউট হয়ে যান। তবে বাদোনি ৩৩ বলে অপরাজিত ছিলেন ৫৯ রানে।

১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লখনৌ আছে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেন্নাই। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট টাইটান্স।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh