৩৩ বছর পর চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১০:৪৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর কেটে যায় ৩৬ বছর। অতঃপর ২০২২ সালে নিজেদের তৃতীয় শিরোপা জিতে আলবিসেলেস্তেরা । একই ভাবে ৩৩ বছর আগে ম্যারাডোনার হাত ধরেই নাপোলি সবশেষ সেরি ‘আ’ শিরোপা জিতেছিল। 

এবার নাপোলি জিতেছে নিজেদের তৃতীয় শিরোপা। অথচ দুইটি শিরোপার জয়ের একটিও দেখা হলো না ফুটবল ঈশ্বরের। 

ম্যারাডোনা না দেখে গেলেও অবসান ঘটেছে নাপোলির দীর্ঘ অপেক্ষার। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) ড্র এর মধ্য দিয়ে নিজেরে শিরোপা নিশ্চিত করে তারা। নাপোলির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮০। লিগের বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের। 

অবশ্য গত রবিবার রাতেই শিরোপা নিশ্চিত করতে পারতো নাপোলি। কিন্তু সালেরনিতানার সঙ্গে ড্র করে অপেক্ষা বাড়ে উদ্‌যাপনের। তবে বৃহস্পতিবার আর উদযাপন থেমে থাকেনি। যদিও প্রতিপক্ষ উদিনেস বাঁধ সাধে। ম্যাচের শুরুতে যে পিছিয়ে পড়েছিল নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে গোটা ইতালিকে যেন জাগিয়ে তুলে নেপলসের ক্লাবটি। 

ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে একটাই আওয়াজ ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন।’ উদিনেসের দাসিয়া স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। বহু আগে ম্যারাডোনা নামক এক জাদুকরের ডাকে জেগেছিল নোংরা ও মাফিয়াদের শহর হিসেবে পরিচিত নেপলস, আজ জাগল আরেকবার। আজ আরেকবার হলো শিরোপা উৎসব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh