আগামী পৃথিবীর বিজ্ঞাপন

আনজীর লিটন

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৩:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পৃথিবীটা বদলে যাবে এমন-
কোনো কিছুই থাকবে না আর
এখন আছে যেমন।

নতুন শতক নতুন আলোয় নতুন দিনের গানে
যুগটা তখন এগিয়ে যাবে বিজ্ঞানেরই টানে।
সেই সময়ে মানুষগুলো তুলবে গ্রহে বাসা
নিউজগুলো তৈরি হবে আজব কথায় ঠাসা।
নিউজগুলো পাওয়া যাবে হটমেইল ডটকমে
হাজার বছর ধরে নিউজ থাকবে সিডিরমে।
বাড়ি হবে গাড়ির মতো চলবে গাড়ি আকাশে
লাগবে না তো অকটেন-গ্যাস উড়িয়ে দেবে পাখা সে।
খবর শুনুন খবর
খবর আছে জবর!
ইন্টারনেট কানেকশনে করবে ব্রাউজ-চ্যাট
মানুষগুলোর সাথে সাথে ছাগল-গরু-ক্যাট।
কম্পিউটার স্ক্রিনে হঠাৎ ভাসবে রাতের ছবি
অচেনা সব নক্ষত্র উঠবে ভেসে সবই।
জোসনারাতে গোরস্থানে কবরগুলো খুঁড়ে
রোবটের দল করবে পাচার গ্রহ থেকে দূরে।
মানবদেহের শরীর থেকে ছিঁড়বে টেনে কিডনি
রোবটের দল পাঠিয়ে দেবে অস্ট্রেলিয়ার সিডনি।
শোনেন দিয়ে মন
দিচ্ছি বিজ্ঞাপন-
মশা-মাছি-তেলাপোকা-ইঁদুর যাবে সরে
রোবটগুলো ঢুকে যাবে সব মানুষের ঘরে।
নতুন নতুন পণ্য হবে, থাকবে না আর আশা
বদলে যাবে কথার ধরন বিজ্ঞাপনের ভাষা-
রোবট যদি কামড় লাগায় কিংবা ঘুষি দ্রিম
র‌্যাবিট হবে মানবজাতির রক্ষাকারী ক্রিম।
হাতে লাগান, পায়ে লাগান, লাগান স্ক্রিনের নিচে
র‌্যাবিট খেয়ে দুষ্টু রোবট লাগবে না আর পিছে।
উঠবে জেগে বালুর নদী, বইবে না আর ঢেউ
পৃথিবীতে সবই নতুন যা দেখেনি কেউ।

     

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh