কে যাবি আয়

রাজীব কিষাণ

প্রকাশ: ১২ মে ২০২৩, ০১:৪৯ পিএম

ছড়া। প্রতীকী ছবি

ছড়া। প্রতীকী ছবি

সেদিন আমায় হঠাৎ করে
মেঘরা ডেকে কয়-
কোথায় যাবি? চল তো এবার চল-
মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে

ঘুরবো পাড়াময়;
তারপরে ঠিক ফিরবো বাড়ি, মন হলে চঞ্চল।

আরো কোথাও ঘুরবি যদি
বলিস আমায় ওরে
সঙ্গে পাবি পাখপাখালির ঝাঁক-
নরম ডানায় দুলিয়ে ওরা
ভুলিয়ে দিয়ে ঘোরে-
পাড়ি দেবে চন্দ্রপুরীর বাঁক।

বাঁকে আছে ঝিকমিকানো
জ্বলজ্বলে সব তারা,
দেখবি গিয়ে আজব রঙের খেলা।
রঙধনুটা সাতটি রঙে
বেদম দিশেহারা
রঙ ছড়িয়ে, যায় রাঙিয়ে বেলা।

রোদ ঝলমল রোদ্দুরে সেই
উল্কা ও ধূমকেতু,
ছুটবে নিয়ে অচিন দূরের গাঁয়
ইলশেগুঁড়ি, বৃষ্টির ঝরনায়
গ্রহরাজির সেতু-
জড়িয়ে আছে মায়ের আদর-মমতায়।

কোথায় যাবি? চল তো এবার চল-
কে যাবি আয়, সাথে আমার মন হলে চঞ্চল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh