মেসির বিদায়ের পর প্রথমবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:৫৯ এএম

শিরোপা জেতার পর বার্সেলোনার উদযাপন। ছবি: বার্সেলোনার পেজ থেকে

শিরোপা জেতার পর বার্সেলোনার উদযাপন। ছবি: বার্সেলোনার পেজ থেকে

২০০৮ থেকে ২০১৯, এই এগারো বছরের মধ্যে ৮ বার লিগ জেতা বার্সেলোনাই গত ৪ বছর ধরে লা লিগার শিরোপার দেখা পায়নি। অবশেষে জাভি হার্নান্দেজের জাদুকরি ছোঁয়ায় খরা কেটেছে ব্লু গ্রানাদের। লিওনেল মেসি পরবর্তী যুগে এটি বার্সার প্রথম লা লিগা শিরোপা। 

এস্পানিওলকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ২৭তম লিগ শিরোপা নিশ্চিত করেছে জাভির দল। বার্সেলোনার লিগ জয়ের মুহূর্ত আরো মধুর হয়েছে আরেকটি কারণে। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপা নিশ্চিত করেছেন লেভানডোভস্কি-রাফিনহারা। এস্পানিওলের সঙ্গে বার্সার সম্পর্ক দা-কুমড়োর চেয়ে কম কিছু নয়। তাই সেখানে লিগ জেতা নিশ্চিত করায় আলাদা তৃপ্তি তো পেয়েছেনই বার্সার খেলোয়াড়রা। 

এস্পানিওলের মাঠে ম্যাচের ৬ মিনিটেই সহজ সুযোগ হাতছাড়া করেন পেদ্রি। ডি-বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় থেকেও গোল করতে ব্যর্থ হন এই স্প্যানিশ তরুণ তুর্কি। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। সে যাত্রায় গোল না হলেও এস্পানিওলের জালে বল জড়াতে বার্সাকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি।

১১ মিনিটে আলেহান্দ্রো বালদে বাম প্রান্ত দিয়ে বল নিয়ে দারুণভাবে এস্পানিওলের ডি-বক্সে ঢুকে থেকে বল বাড়ান রবার্ট লেভানডোভস্কির দিকে। সাথে থাকা মার্কারকে ছিটকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে নিজের ২০তম গোলে বার্সার শিরোপা স্বপ্নের শুরু করেন তিনি।

২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বালদে নিজেই। এস্পানিওল হুটহাট দুই একবার বার্সা রক্ষণে হানা দিলেও তা গোল পাওয়ার জন্য মোটেও যথেষ্ট ছিল না। উল্টো ৪০ মিনিটে বার্সার আক্রমণের চাপে পিষ্ট হয়ে তৃতীয় গোলটিও হজম করে বসে এস্পানিওল। রাফিনহার নিঁখুত পাস থেকে দুর্দান্ত স্লাইডে বল জালে জড়ান লেভানডোভস্কি। 

বিরতির পর ৫৩ মিনিটে নিজেদের চতুর্থ গোলটি আদায় করে নেয় বার্সা। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অ্যাসিস্টে গোল করেন জুলস কুন্দে। এরপর বার্সা কিছুটা গা ছাড়া ফুটবল খেলতে থাকলে সেই সুযোগে ম্যাচের ৭৩ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে এস্পানিওলের হয়ে এক গোল শোধ করেন জাভি পাউদো। শেষ মুহূর্তে এস্পানিওল আরেকটি গোল শোধ করলেও তাতে বার্সার কোনো ক্ষতি হয়নি। ৪-২ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে জাভির দল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh