ঋতুকামানের পাশে

জুয়েল মাজহার

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৩:২৫ পিএম

কবিতা। প্রতীকী ছবি

কবিতা। প্রতীকী ছবি

কামানে বারুদ ভরা শেষ হলো তবে!
এইবার ভরবে কি ভবিষ্য কামান?

আজ ভাবি,
বসন্ত কী করে এল এতসব বারুদ উজিয়ে
কারখানার পাশে, ওই সমাধির পাশে!

জমেছে কি ফুলে মধু
নাকি ফুলে জমেছে বারুদ?

ভাবি, ঋতুমেশিনের ঘর্ঘর ছাপিয়ে
তোমার গম্ভীর কামান কবে
হয়ে উঠবে সর্বজনীন!

কখন সে কথা বলবে নিজস্ব ভাষায়
কখন সে গর্জে উঠবে
অবধস্ত নগরীর দুর্গ-মিনারে?

বলো বলো, বারুদের মতো কবে
সমাধির মতো চুপ কামানের পাশে
শীতের কার্পাসফল ফেটে পড়বে বসন্তবাগানে?

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh