ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৩:৫০ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ০৩:৫১ পিএম

ইজিবাইক। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ইজিবাইক। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে শাখাওয়াত হোসেন নামের ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

শাখাওয়াত জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে শাখাওয়াতসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলেন। পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করেন। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শাখাওয়াতের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সাথে শাখাওয়াতের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, থবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh