বিএইচবিএফসির অনুকূলে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৫:৫৮ পিএম

ছবি: বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) থেকে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

সৌদি আরবের জেদ্দাভিত্তিক এ সংস্থাটি বিএইচবিএফসির র্যুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্টে (আরপিএইচএফপি) এ ঋণ সহায়তা প্রদান করবে।

গত ১০ থেকে ১৩ মে জেদ্দায় অনুষ্ঠিত সংস্থাটির ২০২৩ সালের বার্ষিক সভায় ২৭০ দশমিক ৫৭  মিলিয়ন ইউরো বা প্রায় ৩ হাজার কোটি টাকার এ ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), অর্থ বিভাগ (এফডি) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর প্রত্যক্ষ সহযোগিতায় কর্পোরেশনের এ প্রকল্পটিতে আইএসডিবির এ ঋণ সহায়তা অনুমোদন লাভ করে। ইতোপূর্বে একই প্রকল্পে সংস্থাটি  প্রথম পর্যায়ে প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ সহায়তা প্রদান করে এবং এর সফল ও সন্তোষজনক বাস্তবায়নের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে এ ঋণ অনুমোদন করা হলো। 

প্রকল্পটিতে আইএসডিবি কর্তৃক দ্বিতীয়বারের মতো ঋণ সহায়তা অনুমোদনে আন্তরিক ও নিরলস প্রচেষ্টার জন্য বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এফআইডি, এফডি ও ইআরডির সম্মানিত সিনিয়র সচিব ও সচিব এবং সংশ্লিষ্ট সকল নির্বাহী, আইএসডিবির বাংলাদেশ মিশন, কর্পোরেশনের পরিচালনা পর্ষদ,  উর্ধতন নির্বাহী এবং  প্রকল্পটির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারি, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের এজন্য অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের পল্লী ও পেরি-আরবান এলাকায় প্রয়োজনীয় মৌলিক সুবিধাসম্বলিত টেকসই ও উন্নত মানের প্রায় ২ হাজার গৃহ ইউনিট বিনির্মানে এ ঋণ সহায়তা প্রদান করা হবে। দেশের এসব এলাকার স্বল্প ও মধ্যম আয়ের ৭০ হাজারেরও বেশি মানুষ এসব গৃহ ইউনিটে বসবাসের প্রত্যক্ষ সুবিধা ভোগ করবে। ভূমির কাঙ্ক্ষিত ব্যবহার এবং চাষযোগ্য জমি রক্ষাসহ জলবায়ু সহিষ্ণু ও পরিবেশবান্ধব গৃহনির্মাণেও  প্রত্যক্ষ ভূমিকা রাখবে এ প্রকল্প।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh