বাড়তি প্রটোকল পাবেন না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৬:৫২ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত প্রটোকল সুবিধা সুবিধা পেয়ে আসছিলেন। তবে এখন থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না।

গতকাল রবিবার (১৪ মে) সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে। 

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এই সুবিধা পাবেন কি-না তা বিস্তারিত জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh