থানা হাজতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ছবি ভাইরাল, এসআই প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৯:০৫ পিএম

থানা হাজতে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছবি: বরিশাল প্রতিনিধি

থানা হাজতে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না ও তার অনুসারীদের থানা হাজতে শুয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হককে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার (১৫ মে) সকালে পুলিশের এই কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

জানা গেছে, সোমবার সকাল থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে ভাসছে। ছবিটিতে দেখা যায়, মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না ও অনুসারীরা থানা হাজতে শুয়ে ও বসে আছেন।

এর আগে মান্নাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় আরো একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, অভিযান পরিচালনাকারী কাউনিয়া থানার উপ-পরিদর্শক সাইদুল হক মান্নাকে গাড়িতে বসিয়ে হাসি দিয়ে সেলফি তুলেছেন। এ ছবি দুটি এখন বরিশাল নগরীর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল বলেন, থানার মধ্যের আসামিদের একটি ছবি ভাইরাল হয়েছে। সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে ও তদন্তের স্বার্থে উপ-পরিদর্শক সাইদুল হককে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাশেরহাট খোলা এলাকা থেকে নৌকার প্রধান কার্যালয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন সমর্থকের পথরোধ করেন ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা।

এসময় মান্না তাদের পিস্তল ঠেকান ও তার অনুসারীরা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

হামলায় আহতরা হলেন নৌকার কর্মী হালিম, মনা আহমেদ ও জাহিদুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মনা আহমেদ রাতেই বাদী হয়ে মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করেন।

মামলার পরপরই কাউনিয়া থানা পুলিশ গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এরপর সকালে র‌্যাব আরো তিনজনকে গ্রেপ্তার করে কাউনিয়া থানায় সোপর্দ করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh