আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৯:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৫ মে) তেলের দাম বেড়েছে। ওপেক প্লাস উত্তোলন কমানোয় সরবরাহ আঁটসাঁট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মজুত বাড়াতে আবার কেনা শুর করতে পারে যুক্তরাষ্ট্র। চীনেও চাহিদা হালকা বৃদ্ধি পেয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দর ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।  এতে বলা হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে ৩৯ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৪ ডলার ৫৬ সেন্ট।

একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর বৃদ্ধি পেয়েছে ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৭০ ডলার ৪৫ সেন্ট।  

এর আগে টানা ৪ সপ্তাহ ধরে উভয় বেঞ্চমার্কের দরপতন ঘটে। সাপ্তাহিক ভিত্তিতে ২০২২ সালের সেপ্টেম্বরের পর যা একটানা সর্বোচ্চ পতন। যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কায় এ নিম্নমুখিতা সৃষ্টি হয়।  

আইজি বিশ্লেষক টনি সাইকামোরে বলেন, করোনা মহামারি বিধিনিষেধ তুলে নেয়ার পর চীনে তেলের চাহিদা বেড়েছে। তবে সেটা পূর্ণগতিতে নয়। প্রতিদ্বন্দ্বী অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি কমতে যাচ্ছে। দেশটির মুদ্রা ডলারের দাম বেশ বেড়েছে। এ প্রেক্ষাপটে জ্বালানির বাজার চাঙা হতে পারে।

এছাড়া রাশিয়ার তেলের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে পারে জি৭ভুক্ত দেশগুলো। জ্বালানি পণ্যটির দর বৃদ্ধির এটিও অন্যতম কারণ হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh