সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:২১ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ০৩:১৭ পিএম

বাংলাদেশ ফুটবল দল।

বাংলাদেশ ফুটবল দল।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবানন। হ্যাভিওয়েট এই দলের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে জামাল ভূঁইয়াদের বাকি দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।

আজ বুধবার (১৭ মে) ভারতের দিল্লিতে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র অনুষ্ঠিত হয়। দুই অতিথি দল এবং দক্ষিণ এশিয়ার ছয় দল মিলিয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয় দুই পটে। ‘এ’ পটে ভারত এবং ‘বি’ পটে লেবাননকে রাখা হয়।

র‌্যাঙ্কিং অনুযায়ী বাকি তিন পটের প্রথমটিতে কুয়েত ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং তৃতীয়টিতে বাংলাদেশ ও পাকিস্তানকে রাখা হয়। ‘এ’ গ্রুপে ভারত ও কুয়েত সাথে আছে নেপাল, পাকিস্তান।

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। চলবে ৩রা জুলাই পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh