লালমনিরহাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৩:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিজলী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ মে) উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজলী ইউনিয়নের রসুলপাড়া গ্রামের ভ্যানচালক মতিয়ার রহমানের মেয়ে এবং মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, খড়ি কুড়াতে স্থানীয় বিপুল হাজির গাছের বাগানে যান স্কুলছাত্রী বিজলীসহ কয়েকজন শিশু। ঝড়ে বাগানের ভেতরে বৈদ্যুতিক লাইনের তার ছিরে পড়ে ছিল। হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুরা চিৎকার করতে থাকেন। এসময় স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh