আইএমওর নির্বাচন

২৫ দেশের কূটনীতিকের সঙ্গে আজ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৯:০১ এএম

বাংলাদেশ সরকার লোগো। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাংলাদেশ সরকার লোগো। ছবি: সাম্প্রতিক দেশকাল

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ২৫ দেশের কূটনীতিককে নিয়ে বৈঠকে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের নিয়ে বৈঠকে ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ব্রিফিংয়ে আমন্ত্রণ পেয়েছেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের দূতরা।

আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করায় চীন ও তুরস্ককে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh