হাবিপ্রবিতে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৮:৪৮ পিএম

ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস শীর্ষক কর্মশালা। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস শীর্ষক কর্মশালা। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (ক্যাডস)।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ ও আইআরটির পরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাডসের পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস এন্ড প্রিজার্ভেশন বিভাগের প্রভাষক সম্পা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট কর্মশালাগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে পেশাগত সফলতা নির্ভর করে একাডেমিক স্কিলসের  সাথে সফট স্কিলসগুলোর সমন্বয়। আমাদের শিক্ষার্থীরা যদি এর প্রয়োজনীয়তা অনুভব করে স্কিলসগুলো আয়ত্ত্ব করতে পারে তাহলে তারা নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও বয়ে আনবে। আমাদের এই ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস শিক্ষার্থীদের একাডেমিক ডিগ্রি অর্জনের পাশাপাশি পেশাগত সফলতা অর্জনে যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো প্রশিক্ষণের মাধ্যমে সেবা প্রদানে কাজ করছে। পরিশেষে উপাচার্য এমন আয়োজনের জন্য ক্যাডসের পরিচালক ও উপস্থিত অতিথিগণকে ধন্যবাদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভকামনা জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার বলেন, কার্যকরী প্রশিক্ষণ কর্মশালার জন্য আমরা সীমিত সংখ্যক শিক্ষার্থীদের সুযোগ দিয়েছি যাতে করে তারাও হতে কলমে সফট স্কিলগুলো প্রশিক্ষকদের কাছে থেকে শিখে নিতে পারে সেই সাথে প্রশিক্ষকরাও যাতে কর্মশালায় অংশ নেওয়া সকলকে ফেস টু ফেস শিখাতে পারে। আমাদের সামনে আরো পরিকল্পনা আছে শিক্ষার্থীদের জন্য আরো সফট স্কিল যেমন লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক এসব নিয়েও কর্মশালা করার এবং চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনার যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে তারাও ভূমিকা রাখতে পারে। পরিশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানকে রিসোর্স পার্সন করে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত কর্মশালায় টেকনিক্যাল সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ান আহমেদ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার। কর্মশালায় প্রশিক্ষকগণ উপস্থিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য যে সকল সফট স্কিল প্রয়োজন সেগুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় শিক্ষার্থীদের প্রফেশনাল ইমেইল, এসওপি ও সিভি রাইটিংসহ অন্যান্য স্কিলগুলোর প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh