গাইবান্ধায় কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৯:৩৯ পিএম

ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাগর চন্দ্রকে (৩৫) নোয়াখালীর চাটখিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ এর সদস্যরা। 

আজ বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৭ টায় গাইবান্ধা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য  জানান গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার এ,কে এম আসিফ উদ দৌলা।

সংবাদ সম্মেলনে র‍্যাব কমান্ডার জানান- গত ১৮ এপ্রিল সকাল ১০ টায় ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী কিশোরী বাড়ির পিছনে গাছের নার্সারিতে খেলা করার জন্য গেলে আসামি সাগর চন্দ্র (৩৫) ভিকটিমকে মেহেদী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নার্সারি বাগানে ধর্ষণ করেন। এসময় মানসিক প্রতিবন্ধীর চিৎকারে আত্বীরা সাগর চন্দ্রকে ধরতে গেলে সেখানে আসার আগেই তিনি পালিয়ে যান।

এ ঘটনায় গত ২৭ এপ্রিল ভিকটিমের মা গাইবান্ধা সদর থানায় বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

তারই ধারাবাহিকতায় ১৭ মে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আসামি সাগর চন্দ্রকে নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাগর চন্দ্র গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের মৃত ঝরু রাম চন্দ্রের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন দীর্ঘদিন যাবত আত্মগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করত। ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- র‍্যাব ১৩ গাইবান্ধার সিনিয়র ডিএডি জাকির হোসেন, র‍্যাব এর গোয়েন্দা বিভাগের ডিএডি মাজেদুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh