বহিষ্কার আতঙ্কে বিএনপির ২ নেতার মনোনয়ন প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:০২ পিএম

বরিশাল নগর ভবন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল নগর ভবন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন ১৭ জন সাবেক এবং বর্তমান বিএনপি নেতা। নির্বাচনে না যাওয়ার বিষয়ে কেন্দ্রের নির্দেশনা থাকা সত্যেও তারা জমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এখন পদ হারানোর শঙ্কায় আছেন দলের পদধারী নেতারা।

কেননা দলের সিদ্ধান্তের বিপক্ষে গেলে বহিষ্কার হতে হবে তাদের। এমনকি আজ বৃহস্পতিবার (১৮ মে) এ বিষয়ে সাংগঠনিক নির্দেশনা দিয়েছে বরিশাল মহানগর বিএনপি। আর তাই বহিষ্কার ঠেকাতে এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির দুই নেতা। তবে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন বিএনপির অপর এক নেতা।

মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেয়া দুই নেতা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ আমিনুল ইসলাম আমিন ও ১ নম্বর সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম। আমিনুল ইসলাম ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং আজিম ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তবে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া সাইফুল আহসান আজিমের স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি মহানগর মহিলা দলের সহ-সভাপতি বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নিশিরাতের ভোটচোর ফ্যাসিস্ট সরকারের অধীনে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ নেবে না বিএনপি। বরিশালে দীর্ঘদিনের নির্বাচিত সাবেক কাউন্সিলররাসহ অনেক নেতা দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করেছেন।

মহানগর বিএনপি, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক এবং বর্তমান পদধারী যেসব নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে তা প্রত্যাহারে অনুরোধ করা হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। সংগঠনের সকল স্তরের নেতাদের প্রহসনের এই নির্বাচনের সব কার্যক্রম ও ভোট প্রদান থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সরকার পতনসহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য রাজপথে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এসময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ আমিনুল ইসলাম আমিন এবং ১ নম্বর সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণায় ধন্যবাদ জানানো হয়।

জানা গেছে, আসন্ন ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির সাবেক এবং বর্তমান ১৭ নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মামুন, ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থক ও বর্তমান কাউন্সিলর ফারুক মৃধা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মাইনুল হক, ৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, ৮ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য মো. সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ও মহানগর যুবদলের সহ-সভাপতি সৈয়দ রিংকু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, ১৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ আমিনুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবউল্লাহ, ২৪ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমেদ এবং ২৮ নম্বরের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এবং সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর মহিলা দলের একজন সহ-সভাপতি। যিনি বিএনপি নেতা সাইফুল আহসান আজিমের স্ত্রী।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন বলেন, দুইজন প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এছাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মাইনুল হকও বলেছেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাছাড়া ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাসুম নির্বাচনে অংশগ্রহণ করবেন। এজন্য গত ১ মে তিনি আমার কাছে দল থেকে পদত্যাগের একটি পত্র জমা দিয়েছেন।

তবে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। গুরুত্বপূর্ণ পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ না করায় ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাসুমকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।

অপরদিকে পদ না থাকা বিএনপি নেতাদের দাবি, দলে অবমূল্যায়ন করা হয়েছে তাদের। মহানগর থেকে ওয়ার্ড কোন কমিটিতেই রাখা হয়নি তাদেরকে। এ কারণেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান কাউন্সিলর প্রার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh