ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ বেশি যানবাহন চলে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৯:১৭ পিএম

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

রাজধানীতে ধারণক্ষমতার চেয়ে প্রায় ছয়গুণ বেশি যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শুক্রবার (১৯ মে) জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকার পুলিশপ্রধান বলেন, আমাদের ট্রাফিক পুলিশ সারাদিন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং পরিবেশ দূষণের কারণে নানা রোগে আক্রান্ত হয়। আমরা যদি সাইকেল চলাচলের পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ও পরিবেশ দূষণের ঝুঁকিগুলো থেকে বাঁচতে পারব।

তিনি বলেন, পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুটোই দরকার। সাইকেল ও হাঁটা- এ দুটোয় পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুটি উপকার হয়। একটি হলো পরিবেশ ভালো থাকে, আরেকটি স্বাস্থ্য ভালো থাকে। 

ডিএমপি কমিশনার বলেন, চলাচল ও শারীরিক ব্যয়ামের জন্য সাইকেল একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় সাইকেল চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। 

পরে সাইক্লিস্টদের একটি বর্ণাঢ্য র‍্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্ফিথিয়েটারের পাশে এসে শেষ হয়। 

এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ অন্যান্য কর্মকর্তা এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh