সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৯:১৭ এএম

আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফাইল ছবি

আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফাইল ছবি

হিজরি ১৪৪৪ সনের জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত নিতে আজ শনিবার (২০ মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

গতকাল শুক্রবার (১৯ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh