ইউক্রেনের বাখমুত এখন রাশিয়ার দখলে, জেলেনস্কির স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত আর নিজেদের দখলে নেই বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, বাখমুত এখন রাশিয়ার দখলে।

আজ রবিবার (২১ মে) এক প্রশ্নের জবাবে এ কথা স্বীকার করেন জেলেনস্কি। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি জানায়, বাখমুত ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে কি না এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেছেন, ‘আমার মনে হয় নেই। শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

এর আগে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ এক ভিডিওতে বাখমুত দখলের ঘোষণা দেয়। শনিবারের ওই ঘোষণার পর ইউক্রেনীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে বিষয়টি অস্বীকার করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh