ময়মনসিংহে বজ্রপাতে কিশোর ও শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৩, ১০:০১ পিএম

ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিশু।

আজ রবিবার (২১ মে) সন্ধ্যার দিকে জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের তল্লী গ্রামে ও ত্রিশাল উপজেলায় কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ হাসান (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামে আবুল ফরাজীর ছোট ছেলে মো. জুনায়েদ (৯)।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ বলেন, সন্ধ্যার দিকে বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল আসিফ। খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাতে আসিফ ঘটনাস্থলেই মারা যায়।

কানিহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ মন্ডল বলেন, সন্ধ্যার বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইছিল। এসময় জুনায়েদসহ আরো কয়েক শিশু আম কুড়াতে যায়। আম কুড়ানোর সময় বজ্রপাতে জুনায়েদ ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় আরো দুই শিশু। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh