জুনে টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে ইন্সটাগ্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৩, ১১:৩৭ এএম | আপডেট: ২২ মে ২০২৩, ১১:৩৮ এএম

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

টুইটারের সঙ্গে প্রতিযোগিতা করতে এবার নতুন অ্যাপ আনছে মেটা প্লাটফর্ম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের চাহিদার দিকটা মাথায় রেখেই নিত্য নতুন অ্যাপ আনছে মেটা। এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে নতুন এ অ্যাপটি। আগামী জুন মাসে এটি আসতে পারে বলে জানিয়েছে রয়টার্স। সংবাদমাধ্যমে জানানো হয়, মেটা আপাতত এটি কিছু ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটরের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনও মেটার তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে মেটার তরফে ইতিমধ্যে বিভিন্ন তারকা এবং ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এই অ্যাপের প্রাথমিক সংস্করণ ব্যবহার করার জন্য। গত বেশ কয়েক মাস ধরেই গোপনে এই নতুন প্ল্যাটফর্মের উপর পরীক্ষা-নিরীক্ষা চলছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটার অধিগ্রহনের পর থেকেই ব্যবহারকারীর সংখ্যা কমেছে টুইটারে। সমীক্ষা বলছে, যাঁরা সবচেয়ে বেশি টুইটার ব্যবহার করতেন তাঁরাও পোস্ট করা কমিয়েছে ২৫ শতাংশ। ওই সমীক্ষা অনুসারে মার্কিন টুইটার ব্যবহারকারীদের ১০ জনের মধ্যে ৬ জনই গত বছরের তুলনায় অ্যাপটি ব্যবহার করা কমিয়ে দিয়েছেন। এছাড়াও, ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, সামনের বছর থেকেই তাঁরা সম্পূর্ণভাবে টুইটার ব্যবহার করা বন্ধ করে দেবেন বলে ভাবছেন। এই পরিস্থিতিতে ফেসবুক-ইনস্টাগ্রামের নতুন এই অ্যাপ টুইটারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh