মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৮:২৯ পিএম

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী মোদির পা ছুঁয়ে প্রণাম করেন। ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী মোদির পা ছুঁয়ে প্রণাম করেন। ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনির বিমানবন্দরে নামার পর বিশেষভাবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরণ করে নেন দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে। মোদির পা ছুঁয়ে প্রণাম করে তাকে বুকে জড়িয়ে নেন তিনি। খবর এনডিটিভির।

পাপুয়া নিউগিনিতে সাধারণত সূর্যাস্তের পরে কোনো দেশের সফরকারী নেতাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না। তবে মোদির ক্ষেত্রে ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। গতকাল রবিবার (২১ মে) মোদি রাত ১০টায় দেশটিতে পৌঁছানোর পরও তাকে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছে।

পাপুয়া নিউগিনিতে পৌঁছানোর পর মোদি এক টুইট বার্তায় জানান, পাপুয়া নিউগিনিতে পৌঁছালাম। বিমানবন্দরে এসে অভ্যর্থনা জানানোয় প্রধানমন্ত্রী জেমস মারাপের কাছে আমি কৃতজ্ঞ। অত্যন্ত বিশেষ এক অভ্যর্থনা পেয়েছি, যা আমার সব সময় মনে থাকবে। আমার সফরকালীন মহান এ দেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করার চেষ্টা করব।

পাপুয়া নিউগিনির ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের গভর্নর সাসিন্দ্রান মুথুভেলও ওই অভ্যর্থনাকারী দলে ছিলেন। সাসিন্দ্রান বলেন, গভীর শ্রদ্ধা থেকে নরেন্দ্র মোদির পা ছুঁয়েছেন মারাপে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মারাপের পক্ষ থেকে বিশেষ এ সম্মান প্রদর্শন ছাড়াও মোদিকে বিমানবন্দরে ১৯টি গান স্যালুট, গার্ড অব অনার এবং আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে।

আজ সোমবার (২২ মে) এফআইপিআইসির তৃতীয় সম্মেলনে জেমস মারাপে এবং পাপুয়া নিউগিনির গভর্নর জেনারেল বব দাদায়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh