প্রকাশ: ২৩ মে ২০২৩, ১২:৩৪ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ০৫:২৯ পিএম
প্রতীকী ছবি
রান্নার সময় যদি কড়াই পুড়ে কালো দাগ হয়ে যায়, তাহলে কড়াইভর্তি সাবান আর পানি নিন। এবার এটি প্রায় মিনিট ১৫ ফোটাতে থাকুন। এতে শক্ত হয়ে যাওয়া পোড়া দাগ খুব তাড়াতাড়ি উঠে আসবে।
বাথরুমের টাইলসে দীর্ঘদিনের দাগছোপ তোলা বেশ কষ্টসাধ্য। জামা-কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত নীল পানিতে গুলে সাবানগুঁড়া মেশান। এই পানি দিয়ে টাইলস পরিষ্কার করুন।
সাদা বাথটাব বা বেসিনে অনেক সময় হলদে ছোপ ধরে যায়। তারপিন তেলে একটু লবণ মিশিয়ে বাথটাব বা বেসিন মুছে নিন। সাদা ভাব আবার ফিরে আসবে।
ওয়াশিং মেশিন পরিষ্কার রাখতে ও দুর্গন্ধ দূর করতে মেশিনে অল্প গরম পানির মধ্যে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন। এবার মেশিন চালিয়ে দিলেই যাবতীয় ময়লা বেরিয়ে যাবে।
রান্নাঘরের স্টিলের সিঙ্কে পানির দাগ তুলতেও ভিনিগারের জুড়ি নেই। একটি নরম তোয়ালেতে ভিনিগার নিয়ে ওয়াটার স্পটগুলোর উপর ঘষে নিন।
ডিম সিদ্ধ করার পানি ফেলে না দিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। গাছের প্রয়োজনীয় খনিজ পদার্থ এর থেকে পাওয়া যাবে।
কাঠের আসবাবের পালিশের উপর সাদা ছোপ ধরলে অল্প তেল দিয়ে ঘষে তুলে দিন। এতে আস্তে আস্তে পালিশের রং ফিরে আসবে।
নতুন কেনা জিনিসপত্রের ওপর থেকে দামের লেবেল তুলতে লেবেলের ওপর সেলোটেপ চেপে দিন। তারপর সেলোটেপের এক প্রান্ত ধরে টানলে লেবেলটি উঠে যাবে।
অ্যাকোরিয়ামের পানি ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে চমৎকার।