পুঠিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৪:১২ পিএম

লাশ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি

লাশ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় নিজ ঘর থেকে আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার (২৩ মে) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুঁটিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের প্রতিবেশী শিউলি বেগম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঘরে আড়ায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন। আলমগীর হোসেন দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। মৃত ব্যক্তি মানসিক রোগী ছিল। প্রাথমিক তদন্তে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh