নবীনগরে ঝড়ে গাছ পড়ে অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৪:৩৫ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

ঝড়ে একটি জাম গাছ সিএনজিটির উপর পড়ে গিয়ে চাপা পড়ে। ছবি: প্রতিনিধি

ঝড়ে একটি জাম গাছ সিএনজিটির উপর পড়ে গিয়ে চাপা পড়ে। ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝড়ে গাছ পড়ে আলী আহমদ (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর পৌরসভার কোনাঘাট নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী আহমদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের তালতলা এলাকার আলী আকবরের ছেলে।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, নবীনগর পৌর এলাকার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। পথিমধ্যে কোনাঘাট নামক এলাকায় ঝড়ে একটি জাম গাছ সিএনজিটির উপর পড়ে গিয়ে চাপা পড়ে। এতে চালক আলী আহমদসহ অন্য যাত্রীরা আহত হন। এর মধ্যে আলী আহমদ গুরুতর আহত হন। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাছটি সরিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্য আহত যাত্রীরা নিজেরাই চিকিৎসা নিয়েছেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh