গাইবান্ধায় তেলবাহী ট্রাক নদীতে, একজন নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৬:৪৯ পিএম

লরিটি পথচারী মাসুদ মিয়াকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। ছবি: প্রতিনিধি

লরিটি পথচারী মাসুদ মিয়াকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, ওই সময় বগুড়া থেকে তেলবাহী ট্রাকটি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালি সেতুর উপর উঠলে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি পথচারী মাসুদ মিয়াকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাসুদ মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে তেলবাহী ট্রাকটি উদ্ধার করে। এখন এটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। গাড়িরচালক ও হেলপার পালিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh