সায়েন্স ল্যাবে সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৬:১৩ পিএম

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। ছবি: ফাইল

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। ছবি: ফাইল

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার হওয়া দলটির ২০ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে, ধানমন্ডি ও নিউমার্কেট থানাপুলিশ গ্রেপ্তার বিএনপির ৩৭ নেতাকর্মীকে আদালতে হাজির করে। এর মধ্যে ধানমন্ডি থানার মামলায় ২৭ জন এবং নিউমার্কেট থানার মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ধানমন্ডি থানা পুলিশ ১২ জনকে তিন দিন এবং নিউমার্কেট থানা পুলিশ ১০ জনকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আর আসামিদের আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে তাদের জামিনের আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় ২০ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ ১৭ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh