ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:০১ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১০:৫৫ পিএম

ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বরের কাছে অবস্থিত ঐতিহাসিক ঢাকা গেট সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।  

আজ বুধবার (২৪ মে) এ কাজের উদ্বোধন করেন দক্ষিণের সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

উদ্বোধন শেষে মেয়র তাপস বলেন, আমরা নির্বাচনী ইশতেহারে ঢাকার ঐতিহ্যগুলোকে ধারণ করার কথা বলেছিলাম। শুধু দেশবাসী নয়, বহির্বিশ্বের কাছে এসব তুলে ধরতে হবে। আমরা ধাপে ধাপে ঢাকার ঐতিহ্যের স্থাপনাগুলোকে সংস্কার ও সংরক্ষণের চেষ্টা করছি। তারই একটি শুভসূচনা আজকে আমরা করতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান, সংসদ সদস্য রাশেদ খান মেনন, ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার তিন নেতার মাজারের সামনে অবস্থিত ঐতিহাসিক মোগল স্থাপনা ঢাকা গেট। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবাদার ছিলেন মীর জুমলা। তিনি ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে ঢাকা গেট নির্মাণ করেছিলেন।

মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এ গেট। সেই সময় এর নাম ছিল ‘মীর জুমলার গেট’। পরে কখনও ‘ময়মনসিংহ গেট’, কখনও ‘ঢাকা গেট’ এবং অনেক পরে নামকরণ করা হয় ‘রমনা গেট’।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh