স্রোতের বিপরীতে শাপলা

এন ইসলাম

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১০:৫৮ এএম

শাপলা পাল। ছবি: সংগৃহীত

শাপলা পাল। ছবি: সংগৃহীত

চলতি সময়ের কণ্ঠশিল্পী শাপলা পাল। স্রোতের বিপরীতে হাঁটছেন তিনি। এ সময়ের অনেক শিল্পীই কাভার গান করে সহজেই জনপ্রিয়তার খাতায় নিজের নাম লেখাতে চান। কিন্তু তার থেকে বের হয়ে নিজের মৌলিক গান দিয়েই তিনি এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন। 

শাপলার ভাষ্য, ‘একজন শিল্পীর আসল পরিচয় তার মৌলিক গানে। অন্য শিল্পীর গান দিয়ে নিজের পরিচয় দেওয়ার কিছু নেই। কেউ তার ভালো লাগা থেকে কাভার গান করতে পারেন। তাই বলে মৌলিক গানকে উপেক্ষা করে কাভার করার পক্ষে আমি নই। এ কারণে নিয়মিত মৌলিক গান করছি। কোনো প্রতিযোগিতা আমার মধ্যে নেই। আমি বিশ্বাস করি ভালো গান হলে শ্রোতারা শুনবেন।’ 

এরই মধ্যে প্রকাশ হয়েছে শাপলার নতুন গান ‘রাঙ দে মোরা পিয়া’। গানটির কথা লিখেছেন উৎপল দাস এবং সুর ও সঙ্গীতায়াজন করেছেন রকেট মন্ডল। ভিডিও সম্পাদনার কাজ করেছেন বাপ্পী আলমগীর। শিল্পী তার নিজের ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করেছেন। 

গানটি নিয়ে শাপলা বলেন, ‘অনেকে গানটির জন্য প্রশংসা করছেন। আমার এ গানটি চমৎকার মিষ্টি কথায় সাজানো হয়েছে। সেমি-ক্ল্যাসিক্যাল গানটির সুর মনে দাগ কাটার মতো।’ 

এ গায়িকা বর্তমান সময়ের ইউটিউব ভিউ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘এখন ইউটিউবে চোখ রাখলেই অনেক শিল্পীর গান দেখা যায়। কিন্তু এসব গানের অকেগুলোই সুস্থ বিনোদন ও রুচির সঙ্গে যায় না। আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য ভালো কথা ও সুরের গানের বিকল্প নেই।’ 

নিজের মৌলিক গানের বাইরে এ কণ্ঠশিল্পী নিয়মিত স্টেজ শো করছেন বলে জানান। শাপলা বলেন, ‘স্টেজ হলো আমাদের শিল্পীদের অন্যরকম ভালোবাসার জায়গা। এখানে শ্রোতাদের সঙ্গে সরাসরি মেশার সুযোগ থাকে। তবে আমি বরাবরই চেষ্টা করি শ্রোতাদের কাছে আমাদের ভালো কথা ও সুরের গানগুলো পৌঁছাতে। আমাদের কালজয়ী অনেক গান আছে, যেগুলো আগামীতেও নতুন প্রজন্ম শুনবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh