মার্টিনেজের জোড়া গোলে শিরোপা ইন্টার মিলানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০১:৪৮ পিএম

ইন্টার মিলান খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

ইন্টার মিলান খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

বিশ্বজয়ী ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের ঝলকে ‘কোপা ইতালিয়া’র ফাইনালে ফিওরেন্তিনাকে হারিয়েছে ইন্টার মিলান। এ জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘কোপা ইতালিয়া’র নবম শিরোপা নিজেদের করে নিলো জায়ান্ট ক্লাবটি। 

স্তাদিও অলিম্পিকোতে মার্টিনেজের জোড়া সাফল্যে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। শিরোপা জয়ের রাতে ইন্টারের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে ২৩৫ ম্যাচ খেলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১০১টি। ম্যাচে ফিওরেন্তিনার হয়ে গোলটি করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

ইতালির রোমে শুরুতেই লিড পায় ফিওরেন্তিনা। তৃতীয় মিনিটেই গোল আদায় করেন গঞ্জালেস। এরপর চলতে থাকে লড়াই। পিছিয়ে পড়া ইন্টার মিলানের ত্রাতারূপে আবির্ভাব হন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। ২৯ মিনিটে মার্সেলো ব্রোজোবিকের বাড়ানো বল থেকে গোল আদায় করেন আলবিসেলেস্তে তারকা।

লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মিলানকে। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। নিকো বারেলিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পরাস্ত করেন ফিওরেন্তিনা গোলরক্ষককে। এরপর দুই দলই লড়তে থাকে সমানতালে। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানে।

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। দুদলই গোলের সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। কোনো দলই আর পায়নি জাল স্পর্শের সুযোগ। শেষঅবধি ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে ইন্টার মিলান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh