প্রশাসন মাঠ না দিলেও সমাবেশ করার ঘোষণা বিএনপির

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৪:৪৫ পিএম

যশোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপি। ছবি: যশোর প্রতিনিধি

যশোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপি। ছবি: যশোর প্রতিনিধি

প্রশাসন মাঠ না দিলেও আগামী ২৭ মে যশোরে সমাবেশ করবে বিএনপি। সরকার পন্থিদের হুমকি-ধমকিতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটবে না বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

এসময় তিনি বলেন, ১০ দফা দাবিতে সারাদেশে বিএনপির জনসমাবেশ হচ্ছে। আগামী ২৭ মে যশোরের জনসমাবেশে দিয়ে এ কর্মসূচি শেষ হবে। কর্মসূচি সফলে প্রস্তুতি শুরু করতেই বিএনপি নেতাকর্মীদের গণহারে আটক শুরু করেছে পুলিশ। জনসভার জন্য যশোর টাউন হল ও ঈদগাহ মাঠের জন্য আবেদন করা হলেও তা দেওয়া হচ্ছে না। বরং ২৭ মে টাউন হল মাঠ শ্রমিক লীগকে বরাদ্দ দেয়া হয়েছে। বিকল্প হিসেবে চৌরাস্তা ও ভোলাট্যাংক রোড চাইলেও তাতে কোনো সাড়া দিচ্ছে না প্রশাসন।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা আশাবাদী প্রশাসন অনুমতি দেবে। তাছাড়া একদিন পরই জনসভা। এখনো অনেক প্রস্তুতি বাকি। ফলে প্রশাসন মাঠ না দিলেও আগামী ২৭ মে যশোরে জনসভা হবে। এ জনসভা বানচাল করতে সরকার পন্থিরা যে হুমকি-ধমকি দিচ্ছে তাতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটবো না আমরা। বাধা বিপত্তি উপেক্ষা করে সব উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস ইসলাম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ ইকবাল, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh