সিটি নির্বাচন

সিলেটে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৫:১২ পিএম

জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনের মেয়র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই। ছবি: সিলেট প্রতিনিধি

জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনের মেয়র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই। ছবি: সিলেট প্রতিনিধি

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ১১ জন মেয়র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের এ ঘোষণা দেন। 

মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা।

অন্যদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) , মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh