জায়েদা খাতুনের বাসভবনের সামনে নেতাকর্মীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৮:৫১ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চিত্র। ছবি: স্টার মেইল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চিত্র। ছবি: স্টার মেইল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের বাসবভনের সামনে উল্লাস করছেন নেতাকর্মীরা। এর আগে সন্ধ্যায় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মায়ের নির্বাচিত হওয়ার দাবি করেন। এরপরই আস্তে আস্তে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে গাজীপুর সিটির সাবেক মেয়র দাবি করেন, আমার মা নির্বাচিত হয়েছেন। আমি সব সেন্টার খবর নিয়ে জানতে পেরেছি। ফলাফল নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস মালিক, কর্মী ও জনগণকে বলব যদি ছিনিমিনি হয় তাহলে আপনারা প্রতিবাদ করবেন।

প্রত্যেক আসনে তার মা জয়লাভ করেছেন বলে জানিয়ে জাহাঙ্গীর বলেন, ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। এতক্ষণ ফলাফল দিতে লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেওয়া হয়েছে।

এসময় জাহাঙ্গীর বলেন, মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই।

সরকারের লোকদের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর বলেন, এই জায়গায় নির্বাচন নিয়ে যেন কোন ছিনিমিনি খেলা না হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh