ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ জাহাঙ্গীরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৯:৩৮ পিএম

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার (২৫ মে) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে এ অভিযোগ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে। ইভিএমে মাত্র পাঁচ মিনিট লাগে ফল জানাতে। কেন তারা অনেক কেন্দ্রে এখনও সেটা দেয়নি। 

তিনি বলেন, এই ভোটের ফল অন্যদিকে নিয়ে যাওয়া হলে, তা মা জাতিকে কলঙ্কিত করবে।  

জাহাঙ্গীর দাবি করেন, তার মা বিজয়ী হয়েছেন। কোনো ষড়যন্ত্র মানা হবে না বলেও জানান তিনি।

গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, প্রত্যেক আসনে আমার মা জয় লাভ করেছেন। এটা নিয়ে কোনো ঝামেলা করলে আমরা মানব না।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ৫৭ নম্বর ওয়ার্ডে টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।

ভোটদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের ভালোবাসা থেকে আমি বলতে পারি, জয়-পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি বিশ্বাস করি, ফয়সালা আসমান থেকে হয়। আল্লাহ যা চান তা জনগণের মাধ্যমে প্রকাশ করবেন।

আজমত উল্লা খান বলেন,উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মানুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে। সুতরাং একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের যে কোনো ফলাফল অবশ্যই মেনে নেব। আমি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সবসময় জনগণের অপিনিয়নের প্রতি আমি শ্রদ্ধা দেখিয়ে আসছি। আজ জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেটা অবশ্যই মেনে নেব। আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম।

সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ওই সময় তার ছেলে জাহাঙ্গীর আলমও ভোট দেন।

ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, সুষ্ঠু ভোট হলে নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেব।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮০ কেন্দ্রের মধ্যে ১২৩টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ৫২ হাজার ৯৯২ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৬৩ হাজার ৮৭৯ ভোট পেয়েছেন। ফলে ক্ষমতাসীন দলের প্রার্থী থেকে ১০ হাজার ৮৮০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh